দুর্গাপুরের স্বজনহারাদের রথের মেলা দেখালো প্রান্তিক

লুতুব আলি : দুর্গাপুরের স্বজনহারাদের রথের মেলা দেখালো প্রান্তিক। দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক, সমাজের পরিত্যক্ত, অবহেলিত মানুষদের কাছে প্রেরণা দেওয়া সুস্থভাবে বাঁচার প্রতীক হিসাবে পরিগণিত হয়েছে। গতকাল রথের দিন দুর্গাপুরের চিত্রালয় মাঠে মহা ধুমধাম করে রথের মেলা বসেছিল। স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক দুর্গাপুর সংলগ্ন সূর্যসেন কলোনি, গণতন্ত্র কলোনী, সুভাষপল্লী এলাকা থেকে স্বজনহারা বৃদ্ধ বৃদ্ধাদের খুঁজে বের করে বাসে করে এনে মেলা দেখালো। শুধু মেলা দেখানো নয়, জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা মেলাতে বসা যাবতীয় খাবার তাদের পেটপুরে খাওয়ালো। এই সমস্ত মানুষেরা ঘরের বাইরে বেরিয়ে এসে স্বাধীনভাবে মেলা দেখতে পেয়ে বিজয় খুশি হয়েছিলেন। দুর্গাপুরের রথের মেলায় প্রান্তিকের এই অভিনব উদ্যোগ দেখে অনেকে সাধুবাদ জানান। প্রান্তিকের সম্পাদক দেবাশীষ বাদ্যক র বলেন, এই সংগঠনের সভাপতি সান্তনু দত্ত ও সুজিত মন্ডল সহ গোটা প্রান্তিকের পরিবার এদিন এই রথের মেলায় স্বজন হারা মানুষদের সঙ্গে ছিলেন। দেবাশীষ বাবু আরও বলেন, যে সমস্ত মানুষেরা কেউ স্ত্রী হারা বা কেউ স্বামীহারা অথবা যাদের দেখার কেউ নাই এই সমস্ত মানুষদের সংগ্রহ করে তাদের জীবনের বৈচিত্র আনতে রথের মেলা ঘোরানো হল। চিত্রালয় মেলা কমিটি বিশেষভাবে প্রান্তিকের এই উদ্যোগকে সফলতা আনতে সহযোগিতা করেছে।