|
---|
উজির আলি,নতুন গতি,মালদা:১৬ ফেব্রুয়ারি অভিনবকায়দায় রাস্তার কাজের শুভ শিলান্যাস মালদহের চাঁচলে।দীর্ঘদিনের দাবি পূরণ হল আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের।দাবি পুরণ হওয়ায় এই ধামসা মাদল ও বাঁশির শুরে মাতলো বাসিন্দারা।সোমবার মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সাঞ্জীব সংসদের বারাইপুর থেকে বাগডোগরায় ঢালাই নির্মানের রাস্তার কাজের শুভ শিলান্যাস হয়েছে।ফিতে কেটে কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাঃ সামিউল ইসলাম।
প্রায় আড়াই শো মিটার কাচা রাস্তাটি পাকা করার জন্য জেলা পরিষদের তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে জেলাপরিষদ সূত্রে জানা গেছে।
এবং দ্রুত কাজ সম্পন্ন হবে।
এদিন রাস্তার শিলান্যাস হতেই আদিবাসী এলাকার মানুষরা খুশিতে ধামসা মাদল ও বাঁশি বাজায়।চলে নৃত্য।
জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম জানান,ওদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে আমিও খুশি।এলাকার উন্নয়ন করা আমাদের একমাত্র লক্ষ্য।