|
---|
নিজস্ব সংবাদদাতা; মালদা: আবারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম ইন্দ্রজিৎ ঘোষ (৩)। তার বাড়ি পুরাতন মালদার সারদা কলোনি এলাকায়। মৃত শিশুটির বাবা শিবু ঘোষ বলেন, “আমার ছেলে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। সেই সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ বাদে বারান্দায় তাকে অচৈতন্য অবস্থায় দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র মৌলপুরে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক ছেলেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। মৃতের বাবার আরও অভিযোগ, সকাল দশটা নাগাদ মালদা মেডিকেল কলেজের ইমারজেন্সিতে ছেলেকে দেখাতে নিয়ে আসি। কিন্তু কোন চিকিৎসক ছিল না। সেইখানে বারোটা নাগাদ চিকিৎসক আসেন। এসেই আমার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতির জেরেই বিনা চিকিৎসায় মৃত্যু হল ছেলের। এর বিচার চাই। এদিকে, চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলনের জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর হার বেড়েই চলছে। কিন্তু তাতেও চিকিৎসক বা হাসপাতাল কতৃপক্ষের কোনও হেলদোল নেই। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে চলেছে এবং এরজেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিষেবা লাটে উঠেছে। চিকিৎসা না পেয়ে অনেক রোগীই মৃত্যুর মুখে ঢলে পড়ছে বলে অভিযোগ। এদিকে এদিন সাপে কেটে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার অমিত দাঁ।