মালদায় পালিত হল জগন্নাথ দেবের আবির্ভাব উৎসব

নিজস্ব সংবাদদাতা; মালদা: জগন্নাথ দেবের আবির্ভাব উৎসব উপলক্ষে মালদা ক্লাব মাঠে অনুষ্ঠিত হল স্নানযাত্রা উৎসব। মালদা ইসকন মন্দিরের তরফে এই উৎসবে জগন্নাথ দেবের বিগ্রহকে স্নান করানো হয়।

    সেই উপলক্ষে মালদা ক্লাবে চলে পুজারতি ও স্নান মহোৎসব। স্নান যাত্রা শেষে ভক্তদের মধ্যে বিলি হয় প্রসাদ। আউলা ইসকন মন্দিরের দায়িত্বে থাকা ব্রজরাজ কানাই দাস বলেন, জগন্নাথ দেবের আবির্ভাব উৎসব উপলক্ষে এই স্নানযাত্রা উৎসব।

    মালদা ইসকন মন্দিরের তরফে ১৫ বছর ধরে এই স্নানযাত্রা উৎসব পালন করা হচ্ছে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব টানা ১৫ দিন দর্শন দেন না। রথ যাত্রার দিনই রথে চড়ে জগন্নাথ দেব বের হন।