|
---|
নিজস্ব সংবাদদাতা; মালদা: জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাস্তায় নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখা।
আজ সকাল দশটা নাগাদ মালদা শহরে একটি বিক্ষোভ মিছিল করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখা। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার আই.এম.এ. ভবনের সামনে। হাতে পোস্টার ব্যানার নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা মিছিলে পা মেলান।
সংগঠনের জেলা সভাপতি ডাঃ তাপস চক্রবর্তী বলেন, অবিলম্বে চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজ তাথা চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন তথা সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার দাবিতে তাদের এই মিছিল।