|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে যখন গোটা বাংলা অতিষ্ঠ, ঠিক তখনই এসএসকে, এমএসকে শিক্ষকদের আন্দোলনে তুলকালাম বিকাশ ভবন চত্বর।
গত ছ’দিন ধরে বিকাশভবনের অদূরেই অবস্থান করছিলেন এসএসকে, এমএসকে শিক্ষকরা। আজ তাঁরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। শিক্ষক সংগঠনের দাবি, ভোটের আগে কথা দেওয়া হলেও শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে এদিন কোনও সাড়া দেওয়া হয়নি। বিপুল জমায়েত নিয়ে মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা। ত্রিস্তররীয় ব্যারিকেড দিয়ে ওই মিছিল আটকায় পুলিশ। এর ফলে অশান্তির সৃষ্টি হয় সল্টলেকে।
বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে নির্বাচনের আগেই বিক্ষোভ শুরু করেছিলেন এসএসকে, এমএসকে শিক্ষকরা। সেই সময়ে তাঁদের বলা হয়, ভোটের পরে সব শুনবে সরকার। কিন্তু ভোট মিটে যাওয়ার পরও সরকার কোনও সুরাহা না করায় ফের আন্দোলনে নামেন শিক্ষকরা।