“দলের ভরাডুবি ঠেকাতে সংখ্যালঘু মুখ-ই বেছে নিলেন শান্তিপুরে তৃণমূলের রাজ্য নেতৃত্ব”

শরিফুল ইসলাম, শান্তিপুর : শান্তিপুর টাউন তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে দ্বিতীয় দফায় ফিরে এলেন শান্তিপুর বিধানসভা অঞ্চলের অন্যতম সংখ্যালঘু মুখ আব্দুস সালাম কারিকর l
লোকসভায় নদিয়ার দুটি আসনেই বিজেপির ঝুলিতে অমুসলিম অঞ্চল গুলিতে হিন্দু ভোটের রমরমা ছিল অধিক মাত্রায় l তুলনা মূলক ভাবে সংখ্যালঘু মুসলিম ভোটার ছিল তৃণমূলের পক্ষেই l গরপরতা গোটা রাজ্যের চিত্রটা যদিও এমন l তবু রাজ্য শাসক দল তৃণমূলের নদীয়া জেলার দুটি আসনে দলের অপ্রত্যাশিত ফলাফলের পর দলীয় পর্যালোচনায় উঠে এসেছে, তৃণমূলের উন্নয়ন বনাম বিজেপির ধর্মীয় গেরুয়াকরণ-ই এর মুলে l

    এর পরেই নদিয়ার মুসলিম প্রধান অঞ্চল গুলিতে মুসলিমদের প্রাধান্যদানের বিষয়টি তৃণমূলের জেলা নেতৃত্ব রাজ্য কে বোঝায় l বিজেপি বিরোধী রনকৌশল হিসাবে মুসলিম নেতাদের সামনে রেখে আগামী একুশের নির্বাচনী বৈতরণী পার হতে, ‘ক্ষতরনাক’ কঠিন হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে কিস্তিমাতের নির্বাচনী প্রকৌশলী ঘুঁটি সাজান শুরু করে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব l
    সূত্রের খবর, দলনেত্রীর সবুজ সংকেত আসার পরই শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের বিদায়ী সভাপতি অরবিন্দ মৈত্রের জায়গায় তাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিসংবাদিত নেতা হিসাবে পরিচিত সেই পুরাতন মুখ সালাম সাহেবের উপরেই জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা ও পর্যবেক্ষক ভরসা রাখেন এবং সভাপতির পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে দলের হাইকমান্ড কে দিয়ে তা অনুমোদন করিয়ে আনেন l
    বুধবার, এদিন, সকাল থেকেই শহর তৃণমূলের অন্দরে রদবদলের বিষয় টি কানাঘুষ চলছিলl সন্ধ্যার পরেই টাউন তৃণমূলের নতুন সভাপতি হিসাবে আব্দুসসালাম কারিকরের নাম ঘোষণা হতেই শুরু হয়ে যায় শান্তিপুরের সংখ্যালঘু অঞ্চল গুলিতে খুশির জোয়ার l
    পৌরসভা অঞ্চল গুলির মধ্যে মুসলিম সংখ্যালঘু অঞ্চল বলে পরিচিত কারিগর পাড়া, মালঞ্চ, বেরপাড়া, বাইগাছি অঞ্চল থেকে দলে দলে মানুষ শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ভবনে আসতে শুরু করে দেয় l

    বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা শহর তৃণমূল ভবনে এসে নতুন সভাপতি কে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানায় l এলাকায় ফল ও মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় l ঠিক যেন পবিত্র ঈদের চাঁদ দেখা গেছে l মনে হয় যেন শুরু হয়ে গেছে খুশির ঈদ l ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শান্তিপুরের কার্যত কোনঠাসা মুসলিম তাঁদের প্রিয় সালাম সাহেব কে পুনরায় দলের প্রধান হিসাবে ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরাও যেন ফিরে পায় জশনের মেজাজ l