|
---|
আজিজুর রহমান : গলসি ১নং ব্লক তৃণমুল ছাত্র পরিষদ এসসি ও ওবিসি সেল এবং জয়হিন্দ বাহিনীর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হল। লোয়া ও রামগোপাল পুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের বুথের সক্রিয় কর্মীদের নিয়ে গোপালপুরে ও শিড়রাই গ্রামে কর্মীসভাটি করা হয়। একদিকে বুথ কর্মীদের পঞ্চায়েত ভোটের বার্তা দেওয়া। অন্যদিকে আগামী ১৪ ই নভেম্বর সোমবার ব্লকের বুদবুদ ঐতিহাসিক মিছিলকে সফল করার আহবান জানানো হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, গলসি ১নং ব্লক তৃণমুল কংগ্রেস সহ সভাপতি সুন্দর পাসয়ান, লোয়া ও রামগোপালপুর অঞ্চলের নেতা ইজাহারুল ইসলাম মন্ডল, লোয়া ও রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস, পূর্ব বর্ধমান জেলার জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি বদরুদুজা মন্ডল, পোতনা ও পুরসা অঞ্চলের নেতা সেখ কমল, সহ অঞ্চলের নেতা ও কর্মীরা। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবেই বুথের কর্মীদের নিয়ে কর্মীসভা করছেন বলে জানান তৃণমূল নেতা জাকির হোসেন।