ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকায় ছাত্র-ছাত্রীদের দেওয়া হল হ‍্যারিকেন

নবাব মল্লিক, মথুরাপুর: বুলবুলে ভেঙেছে ইলকট্রিক পোস্ট, এখনও পর্যন্ত দূর্গত এলাকার অনেক যায়গায় পূরোপুরি ইলেকট্রিক পোস্ট গুলি সারিয়ে তোলা যায়নি। পড়াশোনার অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের। সামনে মাধ‍্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন‍্য আজ মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের মাঠ থেকে মাননীয় মুখ‍্যমন্ত্রীর নির্দেশে দূর্গত এলাকার ছাত্র-ছাত্রীদের হ‍্যারিকেন ও পাচ লিটার করে কেরোসিন দেওয়া হল আজ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মথুরাপুর দুই নং ব্লকের ৬৬০ টি ও মথুরাপুর এক নং ব্লকে ৪৩০ টি পোস্ট ইলেকট্রিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে মূলত মাধ‍্যমিক পরীক্ষার্থীদের হাতে হ‍্যারিকেন তুলে দেন মথুরাপুর এক নং ব্লকের বিডিও জামিল আখতার মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি।