|
---|
জাকির হোসেন সেখ, ১৪ মে, নতুন গতি, কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রে আগামী ১৯শে মে রবিবার। তার আগেই ৯টি কেন্দ্রে পরিদর্শনে রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথমেই তিনি যাবেন আগামীকাল ১৫ ই মে বুধবার জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং যাদবপুর- এই ৪টে লোকসভা কেন্দ্রে। পরেরদিন ১৬ ই মে বৃহস্পতিবার তিনি পরিদর্শনে যাবেন দমদম, বারাসাত এবং বসিরহাট- এই তিনটি লোকসভা কেন্দ্রে। আর ১৭ ই মে শুক্রবার তিনি পরিদর্শন করবেন কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের এই ৯টা কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি প্রয়োজনীয় বৈঠকও করবেন।