|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের কাঁকর তলা থানার বড়রা গ্রামের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। জানা গেছে কাকড়তলার বড়রা গ্রামে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সোমবার রাতে। তৃণমূলের উজ্জ্বল কাদেরী ও শেখ কালো এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা গেছে। এলাকা কার দখলে থাকবে এই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা দেখা দেয় এবং সোমবার রাতে ওই এলাকার তৃণমূলের শেখ কালোর বাড়িতে উজ্জ্বল কাদেরী লোকজন ব্যাপকভাবে বোমাবাজি করে বলে অভিযোগ ।যদিও উজ্জ্বল কাদেরী এই অভিযোগ অস্বীকার করে । তার বক্তব্য স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে আছেন শেখ কালোর প্রতি । জনরোষের ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকড়তলা থানার পুলিশ এবং সেখ কালোকে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এলাকার ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।