|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: কাটোয়া ২নং ব্লক উন্নয়ন আধিকারিক ৫৫৮(৭) নির্দেশানুসারে এবং Utl infrastructure Technology and Service Limited-এর উদ্যোগকে মঙ্গলবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম প্রাইমারি স্কুলে প্যান কার্ড তৈরি করার জন্য ক্যাম্প হলো। প্যান কার্ড তৈরি করতে লাগছে আধার কার্ডের জেরক্স, পাশপোর্ট সাইজের রঙিন ২ কপি, মোবাইল নং, ১৮ বয়সের নীচে কেউ করতে চাইলে তার জন্ম সার্টিফিকেট জেরক্স এবং বাবা/মা-এর যে কোন একটা প্রমান পত্র। এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।