বর্ধমান আপডেট ও কার্জন গেট পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তি অনুষ্ঠান

লু তুব আলি,বর্ধমান : ১৬জুন,বর্ধমান আপডেট ও কার্জন গেট পত্রিকার পঞ্চম বর্ষ পূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার বর্ধমান শহরের জাগরী হলে অনুষ্ঠিত হলো বর্ধমান আপডেট ও কার্জন গেট সংবাদপত্রের পঞ্চম বর্ষপূর্তি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল। স্বাগত ভাষণ দেন বর্ধমানের বর্ষিয়ান সঞ্চালক ও বিশিষ্ট সাংবাদিক শ্যামা প্রসাদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাম শংকর মন্ডল বলেন মফস্বলের ছোট পত্রপত্রিকা খুবই কষ্ট করে সম্পাদক ও উদ্যোক্তারা প্রকাশ করে যাচ্ছেন। সমাজ ও গ্রাম গঠন করতে ছোট ছোট পত্রিকা র গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য একই বৃন্তে দুটি কুসুম এর মত এই দুটি পত্রিকা বিগত পাঁচ বছর ধরে বর্ধমানের সাহিত্য সংস্কৃতি ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে অনুষ্ঠানে বক্তারা তাঁদের অভিমত ব্যক্ত করেন। বর্ধমান কার্জন গেট পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী ও আপডেট পত্রিকার সম্পাদক অনির্বাণ হাজরা সকলকে অভিবাদন জানান। এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ও বিশিষ্ট সংগীতশিল্পী অমর পালের শতবর্ষ। এই উপলক্ষে দুইজন চিরন্তন শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। গুসকরা কাটোয়া বাঁকুড়া কালনা মেমারি ও দক্ষিণ দামোদর বিভিন্ন এলাকা থেকে সাহিত্যপ্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহবুব হাসান হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ওপর নৃত্য পরিবেশন করে প্রশংসিত হন অনুষ্ঠানের মান কে বাড়িয়ে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছোটদের কথা পত্রিকার সম্পাদক ধীরেন সুর, বাঁকুড়া রসুলপুর থেকে প্রকাশিত মাদল পত্রিকার সম্পাদক অনুভব আহমেদ, গৌরী শংকর দাস, লক্ষণ দাস ঠাকুর।, বিশিষ্ট সাংবাদিক ও বর্ধমান অভিযান গোষ্ঠীর কর্ণধার নিরুপম চৌধুরী, বৈদ্যনাথ কোনার, পূর্ব বর্ধমান জেলা প্রাক্তন তথ্য সংস্কৃতি আধিকারিক ও রাজ্যের সহ তথ্য সংস্কৃতি আধিকারিক অরবিন্দ সরকার প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বরূপ চক্রবর্তী ও চন্দন চক্রবর্তী, অনুষ্ঠানের শেষে স্বরচিত কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন সৈয়দ মোশাররফ আজম, কানাইলাল বিশ্বাস, সুফি রফিকুল ইসলাম, মঞ্জরি খাতুন, হাসানুজ্জামান, গুরু প্রসাদ যশ, স্নেহা নাসরিন, ডা. শেখ সাবের আলী, ঐন্দ্রিলা আচার্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্যামা প্রসাদ চৌধুরী, সুব্রত শ্যাম, শিশু সঞ্চালক আমিন মেহবুব। ব্যবস্থাপনায় ছিলেন শেখ জাহাঙ্গীর।