সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ পূর্ব বর্ধমানের সাফল্য

আর এ মণ্ডল : দুর্গাপুর সেইসিনকেই ক্যারাটে একাডেমী এর  পরিচালনায় “সেইসিনকেই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১”  গত  ২১ই মার্চ, ২০২১ তারিখে দুর্গাপুরের বিধাননগরের ডিএসএমএস-এ  আয়োজিত হল। এই প্রতিযোগীতায়  বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং  ঝাড়গ্রাম জেলার  মোট প্রায়  ২৫০ জন প্রতিযোগী  অংশগ্রহণ করে।
পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশন  এর সভাপতি শিহান দেবাশীষ কুমার মন্ডল জানান যে,  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১২ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ২০ টি পদক (১৬ টি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোন্জ) জয়লাভ করে ।
উল্লেখ্য যে, সঞ্চিতা রাম মেয়েদের(১৪) কুমিত ইভেণ্টে গ্রান্ড চ্যাম্পিয়ন হয়।
উদ্যোক্তরা জানান সেল্ফ ডিফেন্স তথা আত্মরক্ষার্থে জুডো ক্যারাটে ও কুংফু ইত্যাদি খালি হাতে নিজেকে দুষ্কৃতী গুণ্ডা বদমাশদের নিকট থেকে রক্ষা পেতে ক্যারাটে শিক্ষার জুড়িমেলা ভার।বিশেষ করে মেয়েদের জন্য তো বটেই–।
পূর্ব বর্ধমান জেলার জয়ীদের মধ্যে বালিকা বিভাগের কাতা ও কুমিত (১৪,১১,১০,৯,৮ ও ৬ বৎসর)-এ সোনা জয়ীরা হচ্ছে যথাক্রমে সঞ্চিতা রাম-২টি,ঈশানী গুপ্তা-২,শ্রেয়সী ঘোষ-২,চৈতালি গুঞ্জন-২,বৈদ্যুতি মণ্ডল-১(কাতা),অয়ন্তিকা সাহা-২ এবং বালক বিভাগে কাতা ও কুমিত ইভেন্টে (১৩,১২,১১ ও ৮ বৎসর)-এ জয়ীরা হচ্ছে যথাক্রমে সোহান মুখার্জি -২(সোনা), ইশতেকার আলি-২(রূপো),অশেষ সাউ-২(ব্রোঞ্জ),রানা বাগ-২(সোনা) ও ধ্রুবজিৎ দত্ত-১(সোনা) কাতা ইভেন্টে-।
দর্শকদের জমায়েতে ভরপুর ষ্টেডিয়ামে উৎসাহ উদ্দীপনা ছিলো দেখার মতো।