বাঁকুড়া জেলার বাম অন্দোলনের রূপকার অশ্বিনী রাজের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন এবং পুস্তিকা প্রকাশ করলেন বিমান বসু

সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: 28 শে অক্টোবর 2021। আজ ছিল বাঁকুড়া জেলা বাম অন্দোলনের রূপকার অশ্বিনী রাজের 34 তম প্রয়াণ দিবস। এই দিনটিকে সামনে রেখে বাঁকুড়া জেলার বড়জোড়া সি, পি , আই (এম) পার্টি অফিসের সামনে প্রয়াত নেতার আবক্ষ মূর্তির আবোরণ উন্মোচন করেন বিমান বসু।

    আবরণ উন্মোচন , মাল্যদান এর পাশাপাশি প্রয়াত নেতা কে নিয়ে লেখা একটা পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন। প্রয়াত নেতা অশ্বিনী রাজের স্মৃতিচারণায় বলেন প্রয়াত অশ্বিনী রাজ ছিলেন একজন সাচ্চা কমিউনিস্ট। তিনি আরো জানান এত বড় মনের , বড় মাপের সংগঠক ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। আজকের আদর্শ হীন সুবিধাবাদী রাজনৈতিক পরিবেশে যত বেশী অশ্বিনী রাজ এর মত মানুষের কাজকর্ম , জীবণ নিয়ে লেখা লেখি হবে, আলোচনা হবে সেটাই হবে অশ্বিনী রাজ এর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। এই প্রয়াণ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি, পি , আই ( এম) এর বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, এস ,এফ,আই এর রাজ্য নেতৃত্ব মধুজা সেন রায় , অমিয় পাত্র , মহদেব সিংহ ,যদুনাথ রায় প্রমুখ। প্রয়াত নেতা কে শ্রদ্ধা জানিয়ে একটি বিরাট মিছিল বড়জোড়া পরিক্রমা করে। এই সময় কালের মধ্যে বামপন্থীদের এতবড় মিছিল ছিল নজর কাড়ার মত। চাওয়া পাওয়ার গোলক ধাঁধায় মানুষ যখন হারিয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাদের আদর্শ ও মূল্যবোধ যখন শুধুই বই এ লেখা কত গুলি শব্দ ছাড়া আর কিছুই নয় , ঠিক সেই সময়ে 34 বছর আগে চলে যাওয়া একজন নেতার প্রতি সাধারন মানুষের স্বতঃপ্রণোদিত শ্রদ্ধা নিবেদনের ভিড়কে একটি বিরলতম ঘটনা বললে বাড়িয়ে বলা হবে না।