বস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদের সাগরদিঘী এস. এন. হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি পাশাপাশি গুণীজন সংবর্ধনা, স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা, সাংবাদিক সংবর্ধনা ও করোনা যোদ্ধাদের সংবর্ধনার মতো একগুচ্ছ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাগরদিঘী থানা এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এদিনের সভা আয়োজন হয়। এদিন বেলা ১১ টার সময় বিশেষ অতিথি সাগরদিঘীর বিডিও শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়ের প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে এবং আয়োজক সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়।

    এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং অনুষ্ঠান এর বিশেষ সহযগী শ্রী সুমিত বিশ্বাস মহাশয়, প্রধান শিক্ষক তমিজউদ্দিন মল্লিক, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, এম পান্ডে, রবীন দত্ত, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সুমন শরীফ, সাহিন হোসেন, মোঃ ইমরান হোসেন, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মাননীয় সুমিত বিশ্বাস মহাশয় একটি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন সাগরদিঘী উইনার ওয়েল ফেয়ার ট্রাস্ট শুধু মুর্শিদাবাদ জেলায় কাজ করে না বরং মুর্শিদাবাদ জেলার বাইরেও বিভিন্ন জেলায় কাজ করে থাকে বেশ কিছু দিন আগে ইয়াস ঝড়ে বিধ্বস্ত এলাকা গুলিতে, ত্রাণ নিয়ে পৌঁছেছিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, পাশাপাশি মুমূর্ষ রোগীর রক্তের জোগানের জন্য ঝাঁপিয়ে পড়েন এই ট্রাস্ট। এই ট্রাস্টের প্রতি আমার বিশেষ সহযোগিতা ছিল আছে আগামী দিন থাকবে। তিনি আরও বলেন আগামী দিন আমরা সাগরদিঘীকে মডেল এলাকা দেখতে চাই। এদিন ১০০জন মহিলাকে এবং ৫০ জন শিশুকে বস্ত্র তুলে দেওয়া হয় ট্রাস্ট ও থানার পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন রাধারানী দাস এবং মির্জা জজবুল।