|
---|
নদীয়ার চাপড়ায় বেশকিছু ইটভাটায় শতশত বাইরের রাজ্যের এবং স্থানীয় শ্রমিক নিয়ে কাজ চলছে
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া; দেশজুড়ে জরুরি অবস্থা জারি। দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সাধারন মানুষকে আবেদন করছে ঘরের বাইরে না যাওয়ার। একশ্রেণীর মানুষ কে স্বতঃস্ফূর্তভাবে বাইরে ঘোরাফেরা করতে লক্ষ্য করা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লক ডাউনের জেরে বাড়িতে থাকছে স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তুু তারা নিজের এলাকার সাধারণ মানুষকে সচেতন করা তো দূরে কথা গোপনে চালিয়ে যাচ্ছে নিজেদের ব্যবসা।রাজনৈতিক ক্ষমতা অপব্যাবহার করে নিজেদের ব্যাবসায় বহিরাগত ও স্থানীয় শ্রমিক দের দিয়ে কাজ চালাচ্ছেন। এমনটাই অভিযোগ উঠল নদীয়া চাপড়া থানার বেশকিছু ইটভাটা মালিকের বিরুদ্ধে। ইটভাটায় এই রাজ্যের বাইরে থেকে যেমন রাঁচি ও বিহার থেকে প্রচুর শমিক একসাথে ইটভাটাগুলোতে কাজ করে স্থানীয় মানুষও কাজ করে এই ইটভাটা গুলোতে।ফলে তাদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল।