লকডাউনে অসহায় ব্যক্তিদের পাশে কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা।

লকডাউনে অসহায় ব্যক্তিদের পাশে কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আজিম শেখ, নতুন গতি, বীরভূম:-
সারা দেশজুড়ে চলছে লকডাউন। রাস্তা ঘাট থেকে শুরু করে যানবাহন দোকান সমস্ত কিছুই বন্ধ । একশ্রেণীর মানুষের কাজ বন্ধ থাকায় সংসার চালাতে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। কেউ কেউ দিন আনে দিন খায় এরকম লোক এলাকায় প্রচুর দেখা যায়।

    কিছু কিছু জায়গায় শুরু হতে চলেছে হা হা কার। ঠিক এই অবস্থায় এলাকার দুস্থ গরিব মানুষদের কথা ভেবে হাত বাড়ালো কাষ্ঠগড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ ইংরেজি ২৮ মার্চ শনিবার এদিন সকাল থেকে বিতরণ করা হয় দুস্থ গরিব মানুষদের কে চাল ডাল আলু পেঁয়াজ ও একটি করে সাবান প্রায় একশোরও বেশি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেন এই খাবার এবং তাদেরকে আরো সজাগ ও সচেতন থাকার পরামর্শ দেন।


    এবং আগামী দিনে তারা আরো মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন।