|
---|
করোনা আক্রান্ত হয়ে এক দিনে মৃত এক হাজার ইতালির ঘটনা
নতুন গতি ওয়েব ডেস্ক: বিশ্বের ১৭০ টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস,সেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এদিন এক হাজার ইতালির,যা একদিনের সবথেকে বেশি মৃত্যু হয়েছে বলে জানান।যদিও আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি আমেরিকা।
তবে বিশোজ্ঞদের মতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এই করোনা ভাইরাস।
ইতালিতে মৃত্যুর সংখ্যা ৮২১৫ ।আক্রান্ত ৮০ হাজারের বেশি।