|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাজারদরের চেয়েও কম দরে অপরিশোধিত তেল পাবে ভারত! প্রতি ব্যারেলে ৩৫ ডলার পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে মস্কো। সেই সঙ্গে রাশিয়া ভারতকে অফার দিয়েছে প্রাথমিক ভাবে ১.৫ কোটি ব্যারেল তেল কেনার জন্য।
যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টি ভালভাবে নিচ্ছে না পশ্চিমী দেশগুলি। যদিও বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন “যখন তেলের দাম লাফিয়ে বাড়ছে, তখন এটাই তো স্বাভাবিক যে, নিজেদের দেশবাসীর জন্য ভাল অফার পেলে সেদিকেই এগোবে ভারত।”