|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: চাপে জাতীয় কংগ্রেস। একদিকে ‘প্রধান বিরোধী’ তকমা হারানোর ভয় আবার অন্যদিকে বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকার নিন্দা শিবসেনার। সব মিলিয়ে অস্তিত্ব হারানোর মুখে জাতীয় কংগ্রেস।
রাজ্যসভায় নতুন উচ্চতায় পৌঁছে গেল বিজেপি। সংসদের উচ্চকক্ষে গেরুয়া শিবিরের সদস্যসংখ্যা একশো ছুঁয়ে ফেলল। কংগ্রেস আপাতত রয়েছে ২৯ আসনে। আগামী ৫-৬ মাসের মধ্যে আরও প্রায় ৬০টি আসন ফাঁকা হওয়ার কথা রাজ্যসভায়। ওই নির্বাচনগুলির উপর নির্ভর করছে কংগ্রেসের প্রধান বিরোধী দলের তকমা আদৌ থাকবে কিনা।
উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। তাদের দখলে ১৩টি আসন। ডিএমকের ১০ এবং আপের ৮ জন সাংসদ রয়েছেন সংসদের উচ্চকক্ষে।
অন্যদিকে বিরোধী জোটে, শিব সেনার মুখপাত্র ‘সামনা’য় সরাসরি কংগ্রেসের ভূমিকার নিন্দা করে বলে “কংগ্রেসের নেতৃত্ব না বদলালে সব বিরোধী দলকে একত্রিত করা সম্ভব নয়। কংগ্রেসের পারিবারিক বা অভ্যন্তরীণ কোনও বিবাদ থাকতেই পারে, কিন্তু সেটার জন্য অন্য বিরোধীরা ভুগবে কেন? কংগ্রেস নিষ্ক্রিয় ছিল বলেই বিরোধীদের একজোট করার লক্ষ্যে এগিয়ে আসতে হয়েছে মমতাকে। উনিই সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছেন।”