|
---|
Paper Ballot-এর মাধ্যমে ভোটারের ‘হাতে ধরে’ ভোট গ্রহণ! প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
নতুন গতি নিউজ ডেস্ক : এবারের বিধানসভা ভোটের নতুন নিয়ম অনুযায়ী কসবা বিধানসভা কেন্দ্রের ৮০-র বেশি বয়সের ভোটারদের মধ্যে কয়েকজনের ভোট Paper Ballot-এর মাধ্যমে আজ নেওয়া শুরু হলো। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ভোট চলাকালীন প্রত্যেকজন প্রার্থী এবং তার প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। নিরপেক্ষতার সাথে ভোট হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য। প্রতিটি Sector-এ এই প্রক্রিয়া শুরু করার আগে সংশ্লিষ্ট Sector Officer-এর তত্ত্বাবধানে প্রত্যেক দলকে সময় এবং অঞ্চল জানিয়ে দেওয়া হবে।
কিন্তু আজ দেখা গেল কসবায়, বিশেষ করে ১০৮ ওয়ার্ডের একটা বিস্তীর্ণ এলাকায় সিপিআইএম মোর্চা দেরকে কোনোভাবে না জানিয়ে, শুধুমাত্র তৃণমূলকে জানিয়ে এই প্রক্রিয়া চালানো হলো। কসবার মোর্চা পার্থী স্বরূপ ঘোষ Returning Officer-কে এ ব্যাপারে জানালে তিনি বলেন যে কিছু ক্ষেত্রে তাদের ‘ভুল হয়েছে’। তিনি ‘ব্যবস্থা নিচ্ছেন’।
এই ছবিতে গোলাপি শাড়ি পরা যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, তিনি অঞ্জনা সরকার, ১০৮নং ওয়ার্ডে তৃণমূলের মহিলা শাখার সভানেত্রী। তিনি ‘হাতে ধরে’ ভোট দেওয়ার ব্যবস্থা করাচ্ছেন। মোর্চার দাবী,
নির্বাচন কমিশন আমাদের জানাক, Returning Officer এবং Sector Officer-দের যে এরকম ‘ভুল হয়েছে’, তার বিনিময় মূল্য কত?