|
---|
কুলতলিতে উদ্ধার একটি বন্দুক, ছয় টি তাজা বোমা,দুই পেটি তাস,নগত দুই লক্ষ টাকা
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা:
আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির জালাবেড়িয়া ২নং অঞ্চলে পযেত লস্করের হাট এর কাছে (কাওরা খালি) কুলতলি আই সি থানার আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দাম সরদারের বাড়িতে তল্লাশি চালায় । কুলতলী থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনী স্পেশাল ফোর্স নিয়ে আজ বিকালে তল্লাশি চালাতে গিয়ে একটি বন্দুক ৬টি তাজা বোমা ১০ পেটি তাস ও নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করেছেন । এই মূহুর্তে এতো পরিমান অর্থ সহ বোমা বন্দুক কি ভাবে এবং কারা মজুত করলো তা নিয়ে এই মূহুর্তে তদন্ত শুরু করেছেন কুলতলি আই সি অর্ধেন্দু দে সরকার ও আধিকারিক গন । আগামী ছয় ই এপ্রিল তৃতীয় দফায় ভোট কুলতলি বিধানসভার । তাতে কি এই মূহুর্তে সমাজবিরোধী বোমা বন্দুক ও অর্থ মজুত করছেন । বাড়ির মালিক সাদ্দাম সরদার কে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি কুলতলি থানার আধিকারিক । তাকে ধরতে সমস্ত রকমের ব্যবস্থা করছেন। তবে কুলতলির মানুষ আগামী দিনে কেমন অবস্থায় থাকবেন তা প্রশাসন বলতে পারবেন।