কুলতলিতে উদ্ধার একটি বন্দুক, ছয় টি তাজা বোমা,দুই পেটি তাস,নগত দুই লক্ষ টাকা

কুলতলিতে উদ্ধার একটি বন্দুক, ছয় টি তাজা বোমা,দুই পেটি তাস,নগত দুই লক্ষ টাকা

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা:

    আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির জালাবেড়িয়া ২নং অঞ্চলে পযেত লস্করের হাট এর কাছে (কাওরা খালি) কুলতলি আই সি থানার আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দাম সরদারের বাড়িতে তল্লাশি চালায় । কুলতলী থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনী স্পেশাল ফোর্স নিয়ে আজ বিকালে তল্লাশি চালাতে গিয়ে একটি বন্দুক ৬টি তাজা বোমা ১০ পেটি তাস ও নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করেছেন । এই মূহুর্তে এতো পরিমান অর্থ সহ বোমা বন্দুক কি ভাবে এবং কারা মজুত করলো তা নিয়ে এই মূহুর্তে তদন্ত শুরু করেছেন কুলতলি আই সি অর্ধেন্দু দে সরকার ও আধিকারিক গন । আগামী ছয় ই এপ্রিল তৃতীয় দফায় ভোট কুলতলি বিধানসভার । তাতে কি এই মূহুর্তে সমাজবিরোধী বোমা বন্দুক ও অর্থ মজুত করছেন । বাড়ির মালিক সাদ্দাম সরদার কে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি কুলতলি থানার আধিকারিক । তাকে ধরতে সমস্ত রকমের ব্যবস্থা করছেন। তবে কুলতলির মানুষ আগামী দিনে কেমন অবস্থায় থাকবেন তা প্রশাসন বলতে পারবেন।