|
---|
বাবলু হাসান লস্কর, উত্তর চব্বিশ পরগনা : দেগঙ্গা ব্লকের অন্তর্গত “আমুলিয়া” গ্রাম পঞ্চায়েতে “আল মদিনা “সেবা সংঘের বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ এছাড়াও উপস্থিত ছিলেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য সদস্যা।
আরো উপস্থিত ছিলেন “আল মদিনা”সেবা সংঘের সভাপতি, সেক্রেটারি সহ আরো অনেক সদস্য বৃন্দ। সাধারণ মানুষের সাথে ওপাশে সহযোগিতার হাত বাড়াতে মূলত এই বাৎসরিক অনুষ্ঠান।