ঈদ উপহার ও ট্রাই সাইকেল নিয়ে মানুষের পাশে একেএম ফারহাদ

ঈদ উপহার ও ট্রাই সাইকেল নিয়ে মানুষের পাশে একেএম ফারহাদ

    বিশেষ প্রতিবেদন, বারাসাত:  মুসলীম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ্।  চলতি রমজান মাস শেষে খুশির ঈদের আগেই মানুষের হাতে নতুন বস্ত্রসামগ্রী ও ঈদ উপহার তুলে দিতে দেখা যায় বিশিষ্ট সমাজকর্মী ফারহাদ কে। জুমাতুল বিদা’র দিন বসিরহাট লোকসভার অন্তর্গত হাড়োয়া বিধানসভা আন্দুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের মুখ্য পৃষ্ঠপোষক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ শতাধিক মানুষের হাতে বস্ত্রসামগ্রী ও ইফতারি দ্রব্যাদি তুলে দেওয়ার পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,  জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজ ব্যবস্থা এগিয়ে যাক।

    আসন্ন খুশির ঈদ্ সকলের কাছে হয়ে উঠুক শান্তি-সম্প্রীতির। পাশাপাশি তিনি বলেন,  আমাদের মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার বার্তা বিশ্ববাসীকে দিয়েছিলেন তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন।  উল্লেখ্য,  বিগত দিনের ন্যায় এবারও শারীরিক ভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দেয় ফারহাদ।  সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ,  ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কর্মাধ্যক্ষ প্রদীপ মন্ডল,  শিক্ষক মধুসূদন ঘোষ,  অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলি,  সমাজসেবী মিরাজুল কাদির, মহিবুল, সামিম, খতিব সহ অন্যান্যরা।