বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বর্ধমান ড্যান্স গিল্ড ও ছন্দমে র নৃত্যানুষ্ঠান

লু তুব আলি, বর্ধমান : বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বর্ধমান ড্যান্স গিল্ড ও ছন্দমে র নৃত্যানুষ্ঠান।২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে বর্ধমান শহরের রবীন্দ্র ভবনে মননশীল নৃত্যানুষ্ঠান এর নিবেদন করল বর্ধমান ড্যান্স গিল্ড ও বর্ধমান ছন্দ ম নামে দুটি নৃত্য গোষ্ঠী।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি ক আধিকারিক রাম শঙ্কর মন্ডল।স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ মেহে বুব হাসান।উল্লেখ্য,১৯৮২ সালে ২৯ এপ্রিল ইউনেস্কো এই দিনটি বিশ্ব নৃত্য দিবস হিসাবে স্বীকৃতি দেয়।বিশ্ব নৃত্য দিবসের খ্যাতি পেয়ে সমগ্র বিশ্বের নৃত্য গোষ্ঠী গুলি আসার আলোয় আলোকিত হয় বলে এদিনের অনুষ্ঠানের বক্তারা তাঁদের অভিমত ব্যক্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য,বর্ধমানের সদ্য প্রয়াত দুই বিশিষ্ট শিল্পী ধ্রুব জ্যোতি বসু তন্ময় চট্টোপাধ্যায় এর নামে এই অনুষ্ঠান মঞ্চের নাম করণ করা হয়। এ দিনের অনুষ্ঠানে যোগদানকারী শিল্পীদের গুরু গিরিধারি নায়েক ও গুরু সরোজ খানের নামে স্মারক সম্মান তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সমীর চ্যাটার্জী,বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী,নৃত্যশিল্পী সাথী ব্যানার্জি,উত্তম দত্ত,কুমার টি টা, সাগরিকা দাস,মিঠু মিত্র প্রমুখ।অনুষ্ঠানে শাস্ত্রীয়,উপ শাস্ত্রীয়,রবীন্দ্র,নজরুল,লোকনৃত্য,আধুনিক নৃত্য পরিবেশিত হয়। নৃত্যানুষ্ঠান এ অংশগ্রহণ করেন সৃজিতা ব্যানার্জি, রিধিমা ভার্মা, অদিতি দাস, জাগরী ভট্টাচার্য্য প্রমুখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দুই নৃত্য গোষ্ঠীর কর্ণধার মে হে বুব হাসান।