|
---|
নাসিমা লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : মগরাহাট থানার অর্ন্তগত মাখালিয়া গ্রামে ১৭ই বৈশাখ ১৪২৯ রবিবার ইংরাজী ১লা মে ২০২২ , ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় মাখালিয়া হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনে ইন্ডিয়া ও প্রত্যয়ের উদ্যোগে যুব সমাজ ও গ্রামের মেয়েদের আত্মরক্ষার সুরক্ষা নিজেরাই করতে পারবে এমন অভিনব এক প্রয়াস গ্রামবাংলার পরম্পরা লাঠি খেলা ও মার্শাল আর্টের প্রদর্শনী হয়, সেই সাথে চরিত্রগঠন, আত্মবিকাশ, ধ্যান ও একাগ্রতার শক্তি, সঠিক দিশা জানতে বিভিন্ন বয়সী ছেলে মেয়ে সহ গ্রামের মহিলারা এবং প্রত্যয় এর মেয়েরা ও সেই দিন ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা এই সন্মেলনে অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী সংযুক্তানন্দজী মহারাজ,শ্রীমৎ স্বামী ওমপ্রকাশানন্দজী মহারাজ,সঙ্ঘ এর লাঠির গুরু স্বপন সরদার,সহদেব মন্ডল, গৌড়হরি সরদার,নির্মাল্য সরদার মিলন সঙ্ঘের সম্পাদক, গৌড়প্রত্যয়ের চিফ কোচ ও সেইসিনকাই ইন্ডিয়ার সম্পাদক শিহাণ দেবব্রত হালদার সহ বিশিষ্ট জনেররা,
এই অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো লাঠিখেলা ও তার সাথে মার্শালআর্ট প্রদর্শন। গ্রামবাংলায় এমনই মার্শাল আর্ট দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।