|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী বিধানসভার দেউলবাড়ী অঞ্চলের দেউলবাড়ী গ্রামের লক্ষিন্দর সাফুই ও তার দুই সঙ্গী ইব্রাহিম সেখ, সৈমিত্র সরদার গত সোমবার কুলতলী বিট অফিস থেকে বৈধ কাগজ নিয়ে বেনিফিলি জঙ্গল লাগোয়া খাড়িতে কাঁকড়া ধরতে যায় ।দুপুরে বিশ্রাম নেওয়ার মুহূর্তে বাঘমামা লক্ষিন্দারের উপর ঝাঁপিয়ে পড়ে নৌকায়। দুই সঙ্গীর তৎপরতায় বাঘ কে সরিয়ে দিয়ে লক্ষিন্দরকে নিয়ে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারবাবু জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। এই মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অত্যধিক রক্তক্ষরণে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একমাত্র রোজগেরে আজ মৃত্যুর পথযাত্রী। আগামী দিনগুলি পরিবার পরিজন নিয়ে শান্তিতে কি ভাবে দিন যাপন করবে সেই আশায় প্রহর গুনছে। অধিক পরিমাণে চিকিৎসার খরচ, নুন আনতে পান্তা ফুরানো পরিবার কিভাবেতা পারবে। অসহায় তাদের পাশে কেবা দাঁড়াবে এ নিয়ে এই মুহূর্তে তারা বড় দুশ্চিন্তায়। জয়নগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বেগতিক দেখে তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।