|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :পবিত্র ঈদ উল আযহা পালন সহ এলাকায় উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায়ের নিমৃত্যে বিশেষ সভা অনুষ্ঠিত হলো জয়নগর দুই ব্লকের বকুলতলা থানায়। উপস্থিত ছিলেন সি আই জয়নগর দেবাঞ্জন সেন, ওসি বকুলতলা তাপস মন্ডল, জয়নগর দুই ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি,বকুলতলা থানার মেজ বাবু সুব্রত উপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শাহাবুদ্দিন শেখ, গড়দেয়ানী অঞ্চল প্রধান প্রতিনিধি হারুন রশিদ মোল্লা, ফুঁটিগোদা অঞ্চলের প্রধান শাহানারা মোল্লা, ময়দা অঞ্চল প্রধান আব্দুর রহমান সরদার, শাহাজাদপুর অঞ্চল প্রধান বিমল সরদার,জমিয়েত উলামায়ে হিন্দের রাজ্য কমিটির সভাপতি হাসানুজ্জামান সাহেব, জয়নগর ২ ব্লক ইমাম সংগঠনের সভাপতি আবু সুফিয়ান, মুফতি আমির আলী মাল-এছাড়া এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিশিষ্ট সমাজসেবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের গুণীজনেরা এমনই সুন্দর অনুষ্ঠানে আসতে পারায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা বেজায় খুশি।