|
---|
হাবরায় বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ
মহঃ মফিজুর রহমাান, , উত্তর ২৪ পরগণা :
হাবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখাল সাফাইকর্মীরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ হাবরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নালন্দা মোড়ে ভোট প্রচারে আসেন হাবরার বিজেপি প্রার্থী । অভিযোগ, সেই সময় নালন্দায় অবস্থিত পৌরসভার বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের মধ্যে ঢুকে সাফাইকর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান রাহুল সিনহা । সূত্রের খবর, সরকারি অফিসের মধ্যে রাজনৈতিক দলের ভোট প্রচার মেনে নিতে পারেননি সাফাই কর্মীরা । বিজেপি প্রার্থীর এই বেআইনি কাজের তীব্র প্রতিবাদ জানান তারা । শুরু হয় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগান । সাফাই কর্মীদের অভিযোগ, সরকারি অফিসের মধ্যে এভাবে ভোট প্রচার করতে পারেন না কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের প্রার্থী । তাদের দাবি, এটা সম্পূর্ণ বেআইনি কাজ । তাই বেআইনি কাজের প্রতিবাদ জানিয়েছেন তারা । পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের কাছ থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান বিজেপি প্রার্থীকে ।