ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল-মাহাদুস সালাফির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান


আসিফ আলম, নতুন গতি, বহরমপুর : প্রায় 115 বছরের অধিক পুরনো প্রতিষ্ঠান আল-মাহাদুস সালাফি। মুর্শিদাবাদের লালগোলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

    দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা, কম্পিউটারসহ বহুমুখী শিক্ষা দিয়ে আসছে দীর্ঘদিন যাবত আল-মাহাদুস সালাফি।

    আজ বৃহস্পতিবার উক্ত প্রতিষ্ঠানের নিজামিয়া বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হলো ‘আঞ্জুমান ওয়াজেহুল বায়ান’ নামক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান।অনুষ্ঠানে বিভাগীয় ছাত্রদের নিয়ে যুগউপযোগী বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ের আয়োজন করা হয়।যেমন নাত, হামদ,কেরাত,বাংলা বক্তব্য – যুব সমস্যা ও তার শরয়ী বিধান সহ ইংরেজি ও আরবি বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তব্যের আয়োজন করা হয়।
    এর পাশাপাশি বিতর্ক মূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল ‘ইন্টারনেটের সুফল ও কুফল’।
    উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ‘আঞ্জুমান ওয়াজেহুল বায়ান’এর সভাপতি মোবারক মন্ডল ( নদিয়া) ।

    উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও সমাজ সেবক আব্দুর রাজ্জাক ।তিনি ছাত্রদের দ্বীনি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেন।
    সবশেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
    প্রাইজের টাকা ও স্পনসর করেছেন আন্জুমানের আইকর মনিরুল ইসলাম।