|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সংস্থা ও ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়, দূর্গোৎসবের আগাম শুভেচ্ছা সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌর সভার প্রাক্তন পারিষদ খোকন দাশ, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী ও সমন্বয় কমিটির কর্মকর্তা গণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। কমিটির সভা মঞ্চে উৎসবের জন্য শহরবাসীকে অগ্রিম শুভেচ্ছা – অভিনন্দন জানানো হয়। প্রশাসনিক স্তরে আগাম সতর্কতা অবলম্বনের দাবি করা হয়। উৎসবের দিন গুলিতে যেন সাধারণ মানুষ উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য সমন্বয় কমিটিকে সজাগ থাকতে আবেদন করা হয়। শহরের বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী বলেন, সম্প্রীতির উৎসব দূর্গোৎসবে সাধারণ মানুষ ধর্ম – সম্প্রদায় নির্বিশেষে যাতে নির্বিঘ্নে উৎসবে যোগদান করতে পারেন তার সতর্কতা অবলম্বনে এই সভা। মানুষ যাতে কোনও রকম প্ররোচনার ফাঁদে পা না দেন তার জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। তিনি বলেন, সভা থেকে শহরবাসীকে উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়। বলাবাহুল্য, সমন্বয় কমিটি দীর্ঘ দিন ধরে সম্প্রীতি রক্ষায় কাজ করে চলেছে।