|
---|
লুতুব আলি, শক্তিগড়, নতুন গতি : শক্তিগড় কবিতা উৎসবে বর্ণ ময় অনুষ্ঠানে দুই বাংলা পূর্ব বর্ধমানের ১৬ তম শক্তিগড় উৎসবে অনুষ্ঠিত হল কবিতা উৎসব। এই কবিতা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক কৌশিক ঘোষ। এই কবিতা উৎসবে এপার বাংলা ও ওপার বাংলা কবি সাহিত্যিকদের উজ্জ্বল উপস্থিতিতে আক্ষরিক অর্থে এই কবিতা উৎসব এক অনন্য মাত্রা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মানিক মজুমদার, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও আমার ভারত আন্তর্জাতিক পত্রিকার সম্পাদক আব্দুল করিম, জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম, দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক এর কর্ণধার দেবাশীষ বাদ্যকর, বিশিষ্ট সাংবাদিক ও কবি সত্যনারায়ণ মাজিল্যা, বিশিষ্ট সাংবাদিক, সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, গ্লোবাল এডুকেশনের কর্ণধার সৈয়দ আতাউল ইসলাম প্রমুখ। এই কবিতা উৎসবের উদ্বোধন করতে গিয়ে কৌশিক ঘোষ বলেন, শক্তিগড় উৎসব উপলক্ষে কবিতা উৎসবের আয়োজন নজর কেড়েছে। দীর্ঘদিন ধরে শক্তিগড়ের বুকে এই ধরনের অনুষ্ঠান বিশেষ প্রশংসার দাবি রাখে। এই কবিতা উৎসবে মাটির গন্ধ পাওয়া যায়। শক্তিগড় যুব গোষ্ঠী ও উৎসব কমিটির কর্মকর্তা এবং সদস্য, সদস্যাদের আন্তরিকতা স্পর্শ করেছে। আমরা এখন এক চরম সংকটের মধ্যে হাঁটছি। শক্তিগড় উৎসবে উৎসর্গ করা হয়েছে, যুদ্ধ দিয়ে ধ্বংস নয়, প্রেম দিয়ে হোক জয়… এই বার্তাকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা ছড়িয়ে দাও.. আমার এই আহ্বান ও সর্বত্র ছড়িয়ে দেওয়ার আরজি জানাচ্ছি। কবি ও কবিতা যেদিন থাকবে না পৃথিবী সেদিন মৃত্যু শীতল উপত্যকায় পরিণত হবে। বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম সম্প্রীতির বার্তাকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার দুই বাংলার সম্প্রীতি কে আরও অটুট বন্ধনে আবদ্ধ হওয়ার ডাক দেন। শক্তিগড় যুব গোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান ও সভাপতি শেখ রতন জানান, শক্তিগড় উৎসব উপলক্ষে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণীজনদের চাঁদেরহাট বসেছিল। শক্তিগড় যুব গোষ্ঠী ও উৎসব কমিটি প্রাণিত হয়েছে। কবিতা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া আন্দুল থেকে আগত বিশিষ্ট কবি চৈতালি দাস মজুমদার, মেমারির বর্ষিয়ান কবি তথা প্রাক্তন শিক্ষক শেখ মোঃ ইউনুস, মানুসি মিত্র, বিকাশ বিশ্বাস, সরিতা গুপ্তা, জ্যোৎস্না বাদ্যকর, টুম্পা ঘোষ, শেখ জাহাঙ্গীর, আনজু মনোয়ারা আনসারী, রিনা কুন্ড, সৌম্য পাল, মিনতি গোস্বামী, রমাকান্ত পাঁজা, সুদেষ্ণা মন্ডল, অনুতোষ চক্রবর্তী, তাপস চ্যাটার্জী, গীতা দত্ত, নিবেদিতা কর্মকার, সন্দীপ রায়, সায়ন্তী হাজরা, বিশিষ্ট সাংবাদিক ও কবি পরেশ ঘোষ,মালবিকা সেন,প্রিয়াঙ্কা সেন,সবিতা চ্যাটার্জি, পার্বতী মিত্র,মিলি বিশ্বাস,শুক্লা মজুমদার প্রমুখ।