|
---|
আয়ুব আলি : উঃ২৪ পরগনা জেলার কাঁকিনাড়াতে গত ২৫ শে জানুয়ারী ২০২৪ তারিখে ভাটপাড়া উৎসব অনুষ্ঠান চলাকালীন সময়ে নৃত্যানুষ্ঠান পরিবেশনার সময় নদীয়া জেলার কল্যাণীর বাসিন্দা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারতনাট্যম এর তৃতীয় বর্ষের ছাত্র নৃত্যশিল্পী সজল বারুই বিদ্যুতপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই অকালেই প্রাণ হারান। তার প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য ৩০ শে জানুয়ারী, বেলা ৫ টায় কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন সংলগ্ন বাজারে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক মিছিল শুরু হয়। ঘোষপাড়া রেল স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে ভাষা শহীদ স্মারকের সামনে মোমবাতি মিছিল শেষ হয়। বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, নদীয়া দক্ষিণ জেলার উদ্যোগে সৃষ্টি নৃত্য গোষ্ঠী রিদিমস দ্যা স্টেপ অফ ডান্স নবতরঙ্গ নৃত্য একাডেমি নৃতবিতান নৃত্য একাডেমি সাগর ডান্স একাডেমি ঐক্যা ঐশিকি নৃত্য একাডেমি
ব্লেজ ড্যান্স একাডেমির নৃত্য শাশ্বতী বসু নবমিতা কর আচার্য দেবাশীষ আচার্য সাগরিকা সোম গার্গী সেনগুপ্ত প্রদ্যুত ভট্টাচার্য প্রকাশ দাস শুভ্রা গুপ্ত প্রমুখ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্র ছাত্রী অভিভাবক সহ বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সংগঠনের পক্ষে আশিস সরকার সন্ধ্যা হালদার সহ সাংস্কৃতিক জগতের প্রায় দুই শতাধিক শিল্পী মোমবাতি হাতে নিয়ে শোক মিছিলে শামিল হন। বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ভারত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশিস সরকার জানান খুবই কষ্ট শুধু সজল এর জন্য কারণ গতবছর বিশ্ব নৃত্য দিবস কল্যাণীতে ১৬টি নৃত্য দল কে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় দুদিন সজল আমাকে ফোন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু চূড়ান্ত অনুষ্ঠানসূচী তৈরি হওয়ার জন্য তাকে সময় দেওয়া যায় নি এবং আমি বলেছিলাম আগামী বছর তোমার নাচের অনুষ্ঠান অবশ্যই থাকবে। কিন্তু সজল আর নাচতে পারবে না। ২৫ জানুয়ারী রাতে এই দুঃসংবাদ পাওয়ার পর নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আগামী ২৯ শে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উদযাপন অনুষ্ঠান সজলের স্মৃতিতে উৎসর্গ করা হবে। তাছাড়া সজলের পরিবারের পাশেও আমরা সব সময়ই আছি এবং থাকবো।