|
---|
নতুন গতি, মালদা: মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর নীতিন সিংহানিয়া, পশ্চিমবাংলা সরকারের মাইনোরিটি দপ্তরের স্পেশাল সেক্রেটারি, এনাওর রহমান, আইএএস প্রফেশনার করামবীর কেশব কালিয়াচক এসডিপিও ফয়সাল রাজা, ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনোরিটি অ্যাফেয়ার্স মেগা লামা এই সকল ব্যক্তিত্বের উপস্থিতিতে কালিয়াচক কলেজে অনুষ্ঠিত হলো সিভিল সার্ভিস পরীক্ষা বিষয়ক সচেতনতা সভা। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের বাংলা বিভাগের স্টেট এইডেড কলেজ টিচার, জিয়াউল হক এবং আরবি বিভাগের স্টেট এইডেড কলেজ টিচার, আনোয়ারুল ইসলাম। কালিয়াচক এক নম্বর ব্লকের ভিডিও কালিয়াচক থানার অফিসের এবং মালদা ডি এম অফিসের আধিকারিকগণ উপস্থিত থাকেন। প্রায় দুই শত ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে এই সভায় কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি বলেন পশ্চিমবাংলা সরকারের সংখ্যালঘু দপ্তর ও হজ কমিটির আয়োজনে এই সভার ব্যবস্থা করা হয়েছে। এই সচেতনতা মূলক সভা সম্পর্কে তিনি জোরের সঙ্গে উল্লেখ করেন যে পশ্চিমবাংলায় এই ধরনের প্রয়াস প্রথমবারের মতো করা হয়েছে আর এই সরকার এর এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুফলদায়ী হবে। ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কলকাতায় থেকে কোচিং নেওয়ার যে সুব্যবস্থা করা হয়েছে সেটা ভারতবর্ষের কোন সরকার করেছে কিনা সন্দেহ। তাই সকল ছাত্র-ছাত্রীকে দৃঢ় সংকল্প গ্রহণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনের প্রচেষ্টা আজ থেকে শুরু করা অত্যন্ত প্রয়োজন। সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ছাত্ররা এগিয়ে যাওয়ার রাস্তা সরকারের এই প্রয়াসের মাধ্যমে অবশ্যই পেতে পারে।
মিস্টার এনাউর রহমান গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন আজকের দিনে ছাত্র-ছাত্রীদের সিভিল সার্ভিস পরীক্ষায় বা অন্যান্য সরকারি পরীক্ষায় চাকুরী পাওয়ার ক্ষেত্রে সরকার যেভাবে এগিয়ে এসেছে তাতে ছাত্র-ছাত্রীদের বিরাট উপকার হবে।
মিস্টার নিতিন সিংহানিয়া, মালদা জেলা সমাহর্তা, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিশদভাবে আলোকিত করেন। তিনি উল্লেখ করেন সরকারি চাকুরী শুধু চাকরি করার স্বার্থে অথবা বেতন পাওয়ার শর্তে না করে দেশ সমাজ ও জাতিকে সেবা দান করার জন্য নেওয়া দরকার। সিভিল সার্ভেন্ট গন যেভাবে জনগণকে সেবা দান করার সুযোগ পান সেটা অনেক আনন্দের। ইউপিএসসি বা এই জাতীয় কম্পিটিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার চূড়ান্তভাবে। এক্ষেত্রে প্ল্যান এ এবং প্ল্যান বি থাকা গুরুত্বপূর্ণ তাহলে কোনটাতে বা কোনটাতে লাগবেই, ব্যর্থতা তখনই ব্যর্থতা বলে পর্যবসিত হবে যখন কোন কম্পিটিটার উৎসাহ হারিয়ে ফেলবে যদি প্রতিযোগী তার উৎসাহ হারিয়ে না ফেলে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বা আরো বেশি বার পরীক্ষা দিয়ে সফল হতেই পারে। কালিয়াচকির এসডিপিও মিস্টার রাজা আইপিএস ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষার সংক্রান্ত ব্যাপারে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন শক্ত মনোবল নিয়ে আসরে নামলে সফলতা তার পেছনে পেছন ছুটবে। আরো একজন আইএএস প্রবেশনার করমবির কেশব, গোটা হ’ল ভর্তি ছাত্র-ছাত্রীদের মাঝে আকর্ষণীয়ভাবে বক্তব্য তুলে ধরেন। তিনি ইউপিএসসি পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, ইন্টারভিউ ও মেডিকেল টেস্ট সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে বিশদভাবে স্থাপন করেন।