কালিয়াচকের মারুপুর মডেল একাডেমিতে প্রজাতন্ত্র দিবস পালন।

আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, কালিয়াচক: কালিয়াচক এর ভিতরেই একটা গ্রাম, মারুপুর এ ছোট্ট খুদেদের একটা ঐতিহ্যবাহী পাবলিক স্কুল নাম, মারুপুরে মডেল একাডেমি। স্কুলে প্রায় ১৫০ বাচ্চা পড়াশুনা করে। লোয়ার নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত পড়াশুনা হয়। এদিন সকাল ৭টা থেকে আয়োজনের কাজ শুরুহয়ে ছিল।

    স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ আলাম মোমিনের উদ্যেগে সকাল ৮ ঘটিকায় পতাকা উত্তোলনসহ প্রজানতন্ত্র দিবস কি বা কেন করা হয়ে থাকে এই নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রোগ্রামের অন্তে পড়ুয়ারা নিজেদের পছন্দমত ছড়া, কবিতা ও গজল ইত্যাদি দিয়ে ভরিয়ে তুলেছিলো। শেষে মুখমিষ্টি করে প্রোগ্রাম টা শেষ করা হয়।

    h