মাইক বাজানো নিয়ে নিজের বাহিনীকেই ধমক শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার

নিজস্ব সংবাদদাতা : মাইক বাজানো নিয়ে নিজের বাহিনীকেই ধমক শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার।গতকাল শিলিগুড়ির এন জেপী ষ্টেশনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ির বর্তমান পুলিশ কমিশনার।সেখানেই মাইকে বাজানো হচ্ছিলো “গৌরব শর্মা ওয়েলকাম “ব্যাপারটি পুলিশ কমিশনারের কানে আসতেই তিনি তক্ষ্যনাৎ নির্দেশ দেন মাইক বন্ধ করতে।তার নির্দেশে সবাই অবাক হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করবার নির্দেশ দেন।তারপরেই মাইক বন্ধ করে দেওয়া হয়।তিনি তারপরে জানান আইন সবার জন্য এক।সে আমি হোক কিংবা অন্য কেউ।সবাইকেই নিয়ম মেনে চলতে হবে।মাধ্যমিক পরিক্ষা শুরু হয়েছে এর মধ্যে মাইক চললে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে।এদিকে পুলিশ কমিশনারের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির সাধারন মানুষ।অনেকেই জানিয়েছেন পুলিশ কমিশনারের এই উদ্যোগ এবং চিন্তাভাবনা অসাধারন।এই রকম পুলিশ কমিশনার প্রয়োজন শিলিগুড়ির জন্য।