|
---|
নতুন গতি নিউজডেস্ক : করণা সংক্রমণ থেকে রক্ষা ও কর্মচারীদের সচেতন করতে অভিনব পন্থা অবলম্বন করলেন সেচ দপ্তরের কর্মচারীরা।সেচ দপ্তরের ভিতরে গোটা রাস্তা জুড়ে আঁকা হয়েছে বিভিন্ন সচেতনন বার্তা। রাস্তার উপর আঁকা বার্তা দেখতে ভিড় জমাচ্ছে সরকারি কর্মচারীরা। সেচ দপ্তরের কর্মচারী সংগঠন সারা বাংলা সেচ কর্মচারী সমিতির উদ্যোগে এই কমসূচী। রাস্তার ওপরই মূলত এই ছবিগুলি এঁকেছেন গৌরাঙ্গ চক্রবর্তী, সন্তোষ সাহা, কমল দাস , রাম রবি দাস, নির্মল রায় ও প্রকাশ মণ্ডল, মিনাল মিত্র। সারা বাংলা সেচ কর্মচারী সমিতির জেলা সম্পাদক চিরঞ্জিত মিশ্র জানিয়েছেন ,” সচেতনতার অভাবে এখনো বহু মানুষ করোনা সংক্রমণ আটকাতে সরকারি নির্দেশিকা মানছে না। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে মানুষকে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়ার জন্য রাজপথ থেকে দপ্তরের বিভিন্ন জায়গায় এই সচেতনতা বার্তাগুলো ছবি এঁকে ও দেওয়াল লেখন করেছি। সেচদপ্তরের কর্মচারী ছাড়াও দপ্তরে আগত মানুষদের সচেতন করতেই এই পদক্ষেপ নিয়েছি ।