চাঁচল বিধানসভায় ভূমিপূত্র প্রার্থী পেয়ে টিএমসিপির কর্মীরা ঘর ভরালো পদ্মফুলে ,দাবি বিজেপি প্রার্থীর

 

    উজির আলি,নতুন গতি,মালদা:২০ মার্চ

    ভূমিপুত্র প্রার্থী হতেই বিজেপি কর্মীরা রয়েছে উচ্ছাসে।তারই মধ‍্যে প্রার্থীর হাত শক্ত বিজেপিতে যোগদান করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।এমনটাই দাবি করেছে চাঁচল বিধানসভার গেরুয়া শিবির।উল্লেখ‍্য শুক্রবার সন্ধ্যায় চাঁচলের বিজেপি সাংসদের কার্যালয়ে ওই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়ে বলে বিজেপি সূত্রে খবর।এদিন তৃণমূল ছাত্র পরিষদ ত‍্যাগ করে ২৪ জন ছাত্র নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছে বলে দাবি করেছে চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।তিনি বলেন,শুধু ছাত্ররা নই!আমি স্থানীয় প্রার্থী হয়েছি তাই সংখ‍্যালঘুরাও আমার সাথে যোগাযোগ রাখছেন।তারা উন্নয়ন থেকে বঞ্চিত তাই হয়তো ন‍্যায় পেতেই আমাদের যোগ দিবে বলে আশাবাদী দীপঙ্কর রাম।এবং চাঁচল বিধানসভায় পদ্মফুল ফোঁটাতে সবাই এগিয়ে আসছে বলে দাবি করছেন চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।

    তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে চাঁচল-১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মোস্তফা ওরফে (রকি)।তিনি দাবি করে বলেন,যারা যোগ দিয়েছে তারা তৃণমূল ছাত্র পরিসদের কর্মী নই।কলেজে কেউ পড়েনা সব স্কুল ছাত্র।অর্থের প্রলোভন দেখিয়ে তাদের যোগদান করানো হয়েছে বলে অভিযোগ ছুড়ছেন তৃণমূল।
    আর সংখ‍্যালঘুদের উপর বিজেপি সরকার এনআরসি নিয়ে সংখ‍্যালঘুদের উপর যা অত‍্যাচার করেছে তারা যোগ দিবেনা বিজেপিতে বলে দাবি তৃণমূলের।
    ভোটের ফলাফলেই যোগ‍্য জবাব পাবে বিজেপি।চাঁচল বিধানসভা এবার ঘাসফুল ফুটবে তিনি দাবি করেছেন।
    রাজ‍্য রাজনীতিতে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে ব‍্যস্ততা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।তবে কে করবেন জয় তা ভোটের ফলাফলই বলবে।