|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রায় তিন মাস লকডাউন রয়েছে কলকাতা সহ গোটা ভারত, আর তার ফলেই মাথায় হাত পড়েছিল কুমোরটুলির মৃৎশিল্পী দের। বাংলার দূর্গোৎসবের খ্যাতি বিশ্বজোড়া আর এই দুর্গোৎসবে 80% প্রতিমা তৈরি হয় এই কুমোরটুলিতে কলকাতা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় পুজো কমিটির বিশেষ প্রতিমা তৈরি হয় এই কুমোরটুলিতে।
কিন্তু এই দীর্ঘ লকডাউন জারি হওয়ার ফলে আগামী দিনে দুর্গাপূজার কি পরিস্থিতি হবে তা পুজো কমিটি দের কাছে এখন অনিশ্চিত কারণ তারা বহু ক্ষেত্রে কোন স্পন্সরের কাছে এখনো পৌঁছাতে পারেননি লকডাউন এবং করনা আতঙ্কের ফলে ফলে আগামী দিনে বাংলার দুর্গোৎসব এর ভবিষ্যৎ কি তা কার্যত অনিশ্চিত।
এই ভয়ঙ্কর মহামারী এবং আর্থিক মন্দা অনিশ্চিয়তার উপরে প্রাকৃতিক দুর্যোগের মার। হাওয়া অফিস চার পাঁচ দিন আগেই জানিয়ে দিয়েছিল ভয়ঙ্কর সুপার সাইক্লোন আসতে চলেছে এবং তার প্রকার সত্যি হলো কলকাতা উত্তর দক্ষিণ 24 পরগনা হাওড়া সহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।
আওয়া দপ্তরের জানানো সময়মতো গতকাল বিকেল পাঁচটা থেকে বাংলার বুকে আছড়ে পড়ে সুপার সাইক্লোন উমফুন , প্রায় পাঁচ ঘণ্টা ধরে চালায় তাণ্ডবলীলা গোটা বাংলা জুড়ে, সেই তান্ডবলীলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলকাতার কুমোরটুলি জল ঢুকে গেছে বহু দোকানপাটের ভিতরে ফলে নির্মীয়মান প্রতিমা গুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু প্রতিমা ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবে।
ফলে কুমোরটুলির মৃৎশিল্পী দের মাথায় হাত তারা দীর্ঘদিন ধরে এই প্রতিভা গুলি তৈরি করছিলেন তাদের উপার্জনের এটাই ছিল একমাত্র পথ কিন্তু উমফুন সমস্ত কিছু তছনছ করে দিয়ে চলে গেছে এখন একটাই ভরসা সরকারি সাহায্য দীর্ঘদিন লকডাউন থাকার ফলে মৃৎশিল্পীদের আর্থিক দুরবস্থা চরমে পৌঁছেছিল তার উপরে এই ঝড়ের প্রকোপে তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে।