ডায়মন্ড হারবার লক্ষ্মীপুরে অভিষেকের গড়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী

ডায়মন্ড হারবার লক্ষ্মীপুরে অভিষেকের গড়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সামনে ২১শে বিধানসভা নির্বাচন এখন থেকে চলছে রাজ্যের রাজনীতি উম্মাদনা,



    এখন কার দখলে বাংলা,সেটাই এখন সময়ের অপেক্ষা, আজ বাসুলডাঙ্গা অঞ্চল আহলে সুন্নাতুল জামাত কমিটিদের উদ্যেগে আজ দক্ষিন ২৪ পরগনা জেলা ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত বাসুল ডাঙ্গা লক্ষ্মীপুর সিদ্দিকীয়া কুরানিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ময়দানে এক ধর্মীয় মাহফিল উপলক্ষে এসে বলেন I বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে I রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কে কটাক্ষ করে বলেন,যতই বলুক রাম মন্দির নির্মাণ করবো,মুসলিমদের দেশ থেকে তারাব,যতই উস্কানি মূলক ভাবে কথা বলুক কিছুই করতে পারবে নাএই রাজ্যে ,সংখ্যালঘু হলো লবণ জার তরকারিতে যাবে তার তরকারি টা মানুষ খাবে, বিশেষ করে দলিত ও সংখ্যালঘুরা যেদিকে যাবে রাজ্য সরকার তারাই গঠন করবে বলে জানিয়েছেন , বিশেষ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বিজেপি কে রুখতে তার বিরুদ্ধে আমাদের এক হয় রুখে দাঁড়াতে হবে I (ISF) ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এখন জোট নিয়ে বাম ও কংগ্রেস একাধিক সর্থ রেখেছে, সেটা যদি আমাদের পক্ষে মানা সম্ভব হয় তাহলে আমাদেরও কিছু শর্ত থাকবে বলে জানান পীরজাদা আব্বাস সিদ্দিকী,সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের নিশানা করে বলেন বিজেপিকে রুখতে জে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে আগ্রহী, তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভাতে প্রার্থী দেবে বলে জানান