|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের খয়রাশোলের কাঁকরতলা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত নভেম্বরের 6 তারিখে একটি আর্থিক সংস্কার দুইজন এজেন্ট একটি মোটর বাইকে করে বীরভূমের লোকপুর দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিলেন। খয়রাশোল থানার অন্তর্গত সারিবাগান মোড়ের কাছে দুই দুষ্কৃতী ওই দুইজন এজেন্টের পথ আটকে তাদের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা সহ মোবাইল, এটিএম কার্ড, প্যান কার্ড সহ সঙ্গের প্রয়োজনীয় কাগজপত্র এবং বাইকটি নিয়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী।
খয়রাশোল থানায় এ বিষয়ে অভিযোগ করেন আর্থিক সংস্থা ওই দুই এজেন্ট। পুলিশ ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে ঘটনার তদন্তে নামে এবং কাঁকড়তলা গ্রাম থেকে শেখ জিয়াউল ও শেখ সাদ্দাম ওরফে টারজান নামে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে 19 হাজার টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড, মোবাইল, প্রয়োজনীয় নথি পত্রগুলি সহ চুরি যাওয়া বাইক উদ্ধার করে। ফের খয়রাশোল থানার পুলিশের এই সাফল্যে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি তথা খয়রাশোল থানার পুলিশকর্মীদের।