মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন কোঙারের সাথে দেখা করেন

সেখ সামসুদ্দিন : ১২ নভেম্বর, মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য বিধায়ক নির্বাচিত হয়েও ভুলে যাননি পুরাতন দিনের শিক্ষক আন্দোলনের সহযোদ্ধাদের। মাঝেরপাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বাড়িতে গিয়ে দেখা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন কোঙারের সাথে। মনোরঞ্জনবাবু আপ্লূত, মাস্টার মশাই মধুসূদন ভট্টাচার্য্য আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেন। উপস্থিত সকলে পুরাতন দিনের অনেক কথা শোনেন। উপস্থিত ছিলেন অচিন্ত্য চট্টোপাধ্যায়, কৃঞ্চপদ বিশ্বাস, পল্লব চট্টোপাধ্যায়, সন্দীপ পরামানিক, আশীষ ঘোষদস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলাপচারিতায় উঠে আসে আশীষ ঘোষদস্তিদারের বাবা ৺হরিদাস ঘোষদস্তিদার, শিক্ষক ৺দুর্গাপদ কুন্ডুর কথাও। মাঝের পাড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, অচিন্ত চট্টোপাধ্যায়, সুপ্রিয় সামন্ত, কৃষ্ণপদ বিশ্বাস, পল্লব চট্টোপাধ্যায়, সন্দীপ পরামানিক, সৌরভ সাঁতরা, আশীষ ঘোষদস্তিদার সহ সকল নেতৃত্ব।