|
---|
নিজস্ব সংবাদদাত,মুরারই- ভারত সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রালয়ের নেহরু যুব কেন্দ্র বীরভূমের শাখার উদ্যোগে মুরারই লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হল ইউথ ক্লাব ডেভলপমেন্ট কনভেনশন । মুরারই এর দুটো ব্লক থেকে প্রায় 50 এর বেশি ক্লাব এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উনারা বর্তমান সমাজে স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবের ভূমিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। অতিথিদের অনেকে নেহরু যুব কেন্দ্রের সঙ্গে যুক্ত থেকে তাদের প্রজেক্ট এর কাজ করেছেন। আগামীতে বিভিন্ন ক্লাব নেহরু যুব কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কাজ একসাথে করার অঙ্গিকার বদ্ধ হোন।