লোকশিল্পীদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল বাঁকুড়ায়

সেখ আজফার হোসেন, বাঁকুড়া : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলার লোকশিল্পীদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বাঁকুড়া রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মশালা। প্রদীপ জ্বালিয়ে লোকশিল্পী কর্মশালার শুভঃ সুচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর ও প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক অসীম কুমার বিশ্বাস (সাধারণ), কর্মাধ্যক্ষ অনশুমান চক্রবর্তী, উপ- পৌরপ্রধান দিলীপ আগরোয়াল প্রমুখ। এদিনের কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকপ্রসার প্রকল্পের নথিভুক্ত মোট ৫০০ জন লোকশিল্পী অংশগ্রহণ করেন। মানবিক, কন্যাশ্রী, রূপশ্রী,যুবশ্রী, গতিধারা, সামাজিক সুরক্ষা যোজনা, উৎকর্ষ বাংলা সহ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী লোকশিল্পীরা তাদের পরিবেশিত নৃত্য, গান, নাটক ও শিল্পকলার মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্প গুলো উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন।