অধীর চোটে বে-লাইন বঙ্গ কংগ্রেস, যাত্রা পথে খানিকটা এগিয়েই ফেডারেল ফ্রন্টে বড়সর চিড়, মনে থাকবে: মমতা

শরীফুল ইসলাম, নতুন গতি ডেস্ক:

    সাংসদে চিট ফান্ড কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির সুবিধা করে দিলেন কংগ্রেসের অধীর। আর তারই জেরে কেন্দ্রের অবিজেপি শক্তিশালী ফ্রন্টের ভবিষ্যৎ এক রকম অনিশ্চিত হয়ে পড়লো।

    আজ, বুধবার, লোকসভা অধিবেশনে পেশ হয় বে-আইনি অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পর্কিত বিল। বিলটি সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে অধীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে তুলধনা করেন। সোনিয়া গান্ধী টেবিল চাপড়িয়ে বিষয়টিকে সম্মতি জানানো হয়। গোটা ঘটনায় বিব্রত ও ক্ষুব্ধ মমতা এদিনই লোকসভার সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি হয়ে তাঁর বিরক্তি ও উষ্মার কথা প্রকাশ করেন। সোনিয়া অনুরোধ করেন বিষয়টিকে হাল্কা ভাবে নেওয়ার জন্য। সূত্রের খবর, কংগ্রেসের এই দ্বিচারী মনোভাব অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সব মনে রাখবো।”

    উল্লেখ্য, বিজেপি বিরোধী শক্তি গুলিকে এক জোট করে মমতার ১৯ এর বিগ্রেড রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপির হৃৎকম্পন ধরায়। তার সঙ্গে গোদের উপর বিষ ফোরা হিসাবে যুক্ত হয় প্রিয়াঙ্কার লখনও র‍্যালি ।

    আজ, সংসদে অধীরের বক্তব্য বিজেপি শিবিরের আশার আলো সঞ্চার করেছে বলে যাঁরা মনে করেছিলেন প্রথমে,
    এদিনই অবশ্য দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’ কেন্দ্রের বিজেপি বিরোধী মঞ্চে উপস্থিত থেকে সেই আশায় জল ঢেলে দিয়েছেন বলে মনে করছেন তাঁরাই।