|
---|
নতুন গতি, মোথাবাড়ি: মুষল ধারে লাগাতার বৃষ্টি চলছে, কালো আকাশে মেঘ ঢেকে গেছে মানুষজন কার্যত গৃহবন্দি। রাস্তাঘাটে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। যারা বেরোচ্ছেন তাদের কারও মাথায় ছাতা কেউবা ত্রিপলে ঢাকা অবস্থায় গাড়ি নিয়ে বের হচ্ছেন না। টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তবে শনিবার রাত পেরিয়ে রবিবার সকাল থেকে তুমুল বর্ষণ শুরু হয়েছে। অন্যান্য এলাকার পাশাপাশি কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকার মানুষও এই বৃষ্টিতে একরকম ঘরবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিতে নিচু জমিতে জল জমছে, রাস্তাঘাটে বহু স্থানে জল জমে যাচ্ছে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য জমা জলে রাস্তাঘাট বেশ কিছু স্থানে বেহাল রূপ নিয়েছে। মোথাবাড়ি গ্রিন মার্কেটের বাজার মোড়ে রাজ্য সড়কের রাস্তায় সড়ক যেন হয়ে উঠছে ছোট ঘটকপুকুর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন থেকে টোটো ভ্যান রিক্সা সহ মোটরবাইক।