|
---|
খান আরশাদ, রাজনগর : বীরভূমরাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন শতাব্দী। বৃহস্পতিবার রাজনগরের এক বর্ধীষ্ণু গ্রাম তাঁতিপাড়ার হাটতলায় তৃনমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী শতাব্দী রায়। একই সঙ্গে লোকসভা ভোটের প্রচারও সারলেন তিনি। সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু ও তাঁতিপাড়ার তৃনমূলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ ব্যানার্জী । দলীয় কার্যালয় উদ্বোধন করার পর একটি পথ মিছিল করা হয়। মিছিলে অংশ নেন প্রায় হাজার খানেক তৃনমূল কর্মী সমর্থক। প্রার্থী তথা রুপালি পর্দার অভিনেত্রী শতাব্দী রায়কে দেখতে রাস্তার দুপাশের মানুষ বিশেষ করে উৎসুক মহিলাদের ভীড় ছিলো চোখে পড়ার মত। তারা শতাব্দীকে দোলের রংও লাগান। পরিবর্তে প্রার্থী শতাব্দী তাদের অনেককেই ফুলের তোড়া উপহার দেন। মিছিল শেষে একটি পথসভা করেন তিনি। শতাব্দী জানান তিনি এই এলাকার অনেক উন্নয়নই করতে সক্ষম হয়েছেন। তিনি দাবী করেন তাঁর সাংসদ তহবিলের সব টাকাই তিনি এলাকার উন্নয়নের কাজে খরচ করেছেন। এই এলাকা থেকে তিনি লিডও পাবেন বলে নিশ্চিত। বিজেপি এখানে কোন থাবা বসাতে পারবেনা। প্রসঙ্গত উল্লেখ্য গত পঞ্চায়েত ভোটে এখানে সব বিজেপি প্রার্থীরাই মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এখানে ভোটগ্রহন হয়নি। এবারের লোকসভা ভোটেও তৃনমূল এখান থেকে লিড পাবে বলে আশা প্রার্থী সহ সকল তৃনমূল কর্মীদের।