|
---|
মইদুল ইসলাম, মুরারই,নতুন গতি:
– আজ বিকেলে মুরারই এর নতুন বাজার রাজগ্রাম রোডে টাটা সুমো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ২ আহত হয়, তারমধ্যে একজনের অবস্থা সংকট জনক। তাদের বাড়ি মুরারই থানার বাহাদুরপুর বলে জানা গেছে। দূর্ঘটনার পড়ে টাটা সুমোর চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ২ টি গাড়িই যথেষ্ট গতিতে ছিল। মুরারই এলাকায় একের পর এক দূর্ঘটনা ঘটে যাওয়ায় সাধারন মানুষ প্রশাসনের উপর ক্ষুব্ধ। সরকারের সেভ ড্রাইভ, সেফ লাইফ নিয়ে এত প্রচারের ফলেও দিন দিন দূর্ঘটনা বেড়েই চলছে।