|
---|
নতুন গতি ডেস্ক : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইমাম সাহেবের বাড়িতে গিয়ে দেখা করলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। বুধবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীকারীরা ইমাম সাহেব মাওলানা জামাল উদ্দিনের পথে আটক করে এবং কোন কথা না বলেই ইমাম সাহেবকে মারতে থাকে। পরে গ্রামের মানুষ এসে দুষ্কৃতিকারীদের হাত থেকে ইমাম সাহেবকে উদ্ধার করে স্থানীয় হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনাটি নাদিয়ার মিত্রপুরের।
গ্রামবাসীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় রাস্তা অবরোধ করে। পুলিশ এসে অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। চার দিন কেটে যাওয়ার পরেও প্রধান অপরাধীরা এখনো বেআইনি অস্ত্র নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের মানুষের বক্তব্য পুলিশ অপরাধীদের কাছ থেকে পয়সা নিয়ে তাদের গ্রেফতারের পরিবর্তে মদত জোগাচ্ছে।